All writings in Bengali and Sanskrit including brief works written for the newspaper 'Dharma' and 'Karakahini' - reminiscences of detention in Alipore Jail.
All writings in Bengali and Sanskrit. Most of the pieces in Bengali were written by Sri Aurobindo in 1909 and 1910 for 'Dharma', a Calcutta weekly he edited at that time; the material consists chiefly of brief political, social and cultural works. His reminiscences of detention in Alipore Jail for one year ('Tales of Prison Life') are also included. There is also some correspondence with Bengali disciples living in his ashram. The Sanskrit works deal largely with philosophical and cultural themes. (This volume will be available both in the original languages and in a separate volume of English translations.)
তথ্যপঞ্জী (Bibliography)
“শ্রীঅরবিন্দের মূল বাঙ্গলা রচনাবলী” শ্রীঅররি সােসাইটি কর্তৃক কলিকাতা হতে ১৯৬৯ সালে প্রকাশিত হয় ৷ তারপর শ্রীঅরবিন্দ জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে “শ্রীঅরবিন্দের বাংলা রচনা” নামে ওই পুস্তক পুনর্বিন্যস্ত হয়ে ১৯৭২ সালে প্রকাশিত হয় (SABCL, Vol. 4) ৷এর পরে ১৯৮২ সালে প্রকাশিত হয় এই পুস্তকেরই পরিশােধিত ও পরি-বর্ধিত রূপ তৃতীয় সংস্করণ ৷ এই সংস্করণের পুনর্মুদ্রণ হয় ১৯৯১ ও ১৯৯৪ সালে ৷
প্রথম সংস্করণে পাওয়া যায় যে ভূমিকাটি শ্রীনলিনীকান্ত গুপ্ত লিখিত, অথচ দ্বিতীয় ও তৃতীয় সংস্করণে ভূমিকায় লেখকের নাম মুদ্রিত হয়নি ৷ বর্তমানে প্রথম সংস্করণের ভিত্তিতে ওই নাম পুনযুক্ত হল ৷
এই তথ্যপঞ্জীতে তিনটি সংস্করণই হ্রস্বতার খাতিরে শুধুমাত্র “বাংলা রচনা” বলে উল্লিখিত হয়েছে ৷
পৃঃ ১ দুর্গা-স্তোত্র
প্রথম প্রকাশ: ‘ধৰ্ম্ম’ ১ কার্তিক ১৩১৬; ‘জগন্নাথের রথ’ গ্রন্থে ২য় সংস্করণ (১৩৩৯) হতে যুক্ত হয় ৷
পুস্তিকাকারে স্বতন্ত্র প্রকাশ:
শ্রীঅরবিন্দ আশ্রম, শ্রীঅরবিন্দ আশ্রম প্রেস, পণ্ডিচেরী: ১৯৫১, ১৯৫৪, ১৯৮৫, ১৯৯২, ১৯৯৬ ৷
শ্রীঅরবিন্দ আশ্রম, অল ইণ্ডিয়া প্রেস, পণ্ডিচেরী: ১৯৭৯; এই সংস্করণটিতে বাংলা রচনাটি ছাড়াও আরও কয়েকটি ভাষায় ‘দুর্গা-স্তোত্র’-এর অনুবাদ একসঙ্গে গ্রথিত হয়েছে ৷ ভাষাগুলি হল সংস্কৃত, হিন্দী, গুজরাতি, তামিল, তেলুগু, কানাড়া ও ইংরাজী ৷
এছাড়া বিভিন্ন শ্রীঅরবিন্দ কেন্দ্র ও শাখা হতে বিভিন্ন সময়ে পত্রাকারে ‘দুর্গা-স্তোত্র প্রকাশিত হয়েছে ৷ উল্লেখযােগ্য যে লক্ষ্মীহাউস, (কলিকাতা) পুঁথির আকারে একটি সংস্করণ (১৯৯২) প্রকাশ করেন ৷
পৃঃ ৩ শ্রীমায়ের একটি প্রার্থনা
শ্রীঅরবিন্দের হস্তলেখা প্রতিলিপিসমেত নিম্নোক্ত প্রকাশনাগুলিতে মুদ্রিত হয়:
‘শ্রীমায়ের রচনাসংগ্রহ’, ১ম খণ্ড (১৯৭৬), জন্মশতবার্ষিকী সংস্করণ, শ্রীঅরবিন্দ পাঠমন্দির, কলিকাতা
‘বৰ্ত্তিকা, ২৪শে নভেম্বর, ১৯৮২, শ্রীঅরবিন্দ আশ্রম, পণ্ডিচেরী
‘হে চিরদিনের: শ্রীঅরবিন্দের নির্বাচিত রচনা-সংকলন’ (১৯৯৭), শ্রীঅরবিন্দ পাঠমন্দির, কলিকাতা
‘বাংলা রচনা’র চতুর্থ সংস্করণে নতুন সংযােজিত
কারাকাহিনী (The Tale of Prison Life)
প্রকাশপঞ্জী:
১ম সংস্করণ: জ্যৈষ্ঠ ১৩২৮, রামেশ্বর দে, প্রবর্তক পাবলিশিং হাউস, চন্দননগর ৷ ‘কারাগৃহ ও স্বাধীনতা প্রবন্ধটিও এই গ্রন্থে স্থানলাভ করে ৷
২য় সংস্করণ: অলভ্য ৷
৩য় সংস্করণ: জ্যৈষ্ঠ ১৩৩৭, শ্রীবারিদকান্তি বসু, আৰ্য সাহিত্য ভবন, কলিকাতা ৷ উল্লেখ্য যে ‘কারাগৃহ ও স্বাধীনতা' প্রবন্ধের শেষ অনুচ্ছেদটি এই সংস্করণে মুদ্রিত হয়নি ৷
৪র্থ সংস্করণ: ১৯৬৬, শ্রীঅরবিন্দ সােসাইটি, পণ্ডিচেরী; কলিকাতায় মুদ্রিত ৷ ইমপ্রিন্ট পৃষ্ঠায় এই গ্রন্থটি দ্বিতীয় সংস্করণ হিসাবে চিহ্নিত আছে, কিন্তু তা যথার্থ নয় ৷
৫ম সংস্করণ: ১৯৭৭, শ্রীঅরবিন্দ আশ্রম কর্তৃক অল ইণ্ডিয়া প্রেস, পণ্ডিচেরীতে মুদ্রিত ৷ এখানে ইমপ্রিন্ট পৃষ্ঠা অসম্পূর্ণ; কোন সংস্করণের উল্লেখ নাই ৷ তৃতীয় সংস্করণে ‘কারাগৃহ ও স্বাধীনতা’ প্রবন্ধটির অমুদ্রিত শেষ অনুচ্ছেদটি এই সংস্করণে পুনযুক্ত হয়েছে ৷
৬ষ্ঠ সংস্করণ: আশ্বিন ১৩৮৮ (১৯৮১), শ্রীঅরবিন্দ আশ্রম, অল ইণ্ডিয়া প্রেস, পণ্ডিচেরী ৷ এই সংস্করণে আরও দুটি নতুন প্রবন্ধ – ‘আৰ্য আদর্শ ও গুণত্রয়’ এবং ‘নবজন্ম - যুক্ত হয়েছে ৷
পুনর্মুদ্রণ: ১৯৮৫, শ্রীঅরবিন্দ আশ্রম, শ্রীঅরবিন্দ আশ্রম প্রেস, পণ্ডিচেরী
৭ম সংস্করণ: ১৯৯২, শ্রীঅরবিন্দ আশ্রম, শ্রীঅরবিন্দ আশ্রম প্রেস, পণ্ডিচেরী ৷ এই সংস্করণে শ্রীঅরবিন্দ প্রদত্ত ইংরাজী বক্তৃতা (৩০ মে, ১৯০৯) Uttarpara Speech'-এর বঙ্গানুবাদ ‘উত্তরপাড়া অভিভাষণ’ যুক্ত হয় ৷ বলাবাহুল্য, বাংলা রচনা’য় অভিভাষণটি গৃহীত হয়নি ৷
পুনর্মুদ্রণ: ১৯৯৬
পৃঃ ৭ কারাকাহিনী:
১৩১৪ সালে প্রবর্তিত কুমুদিনী বসুর সম্পাদনায় মাসিক ‘সুপ্রভাত' পত্রিকা হতে সংগৃহীত ৷ এই পত্রিকায় ধারাবাহিকভাবে নয়টি সংখ্যায় প্রকাশিত (১৯০৯-১০) ৷ শ্রীঅরবিন্দ বাংলাদেশ থেকে চলে আসায় রচনাটি অসম্পূর্ণ থেকে যায় ৷
এই অসম্পূর্ণ রচনাই গ্রন্থের অন্তর্ভুক্ত করা হয় ৷
পৃঃ ৫৪ কারাগৃহ ও স্বাধীনতা:
প্রথম প্রকাশ: ‘ভারতী’ আষাঢ় ১৩১৬; এই প্রবন্ধটি ‘কারাকাহিনী’ গ্রন্থে প্রথম হইতে যুক্ত হয় ৷
পৃঃ ৬২ আৰ্য আদর্শ ও গুণত্রয়:
প্রথম প্রকাশ: ‘ভারতী’ ভাদ্র ১৩১৬; প্রবন্ধটি ‘জগন্নাথের রথ’ সংকলন-গ্রন্থটির (১ম সংস্করণ: ১৯২১) অন্তর্ভুক্ত করা হয় ৷ কিন্তু বাংলা রচনার বিষয়গুলি পুনর্বিন্যাস কালে এই প্রবন্ধটি ‘কারাকাহিনী’র সঙ্গে যুক্ত হয় ৷ তারপরে মুদ্রিত ‘কারাকাহিনী’র পৃথক সংস্করণগুলিতেও প্রবন্ধটির নবলব্ধ স্থান বজায় থাকে ৷ এখন প্রবন্ধটি ‘জগন্নাথের রথ’ ও ‘কারাকাহিনী’ দুটি গ্রন্থেই পাওয়া যাবে ৷
পৃঃ ৭১ নবজন্ম:
প্রথম প্রকাশ: ধৰ্ম্ম’ ১৪ ভাদ্র ১৩১৬; প্রবন্ধটি ‘ধৰ্ম্ম’ পত্রিকায় ‘অশােক নন্দী’ শিরােনামে মুদ্রিত হয়েছিল ৷ অতঃপর বর্তমান শিরােনামে ‘ধর্ম ও জাতীয়তা’ (১ম সংস্করণ: ভাদ্র ১৩২৭) সংকলন-গ্রন্থে স্থান লাভ করে ৷ পূর্ব প্রবন্ধটির মত এটিও ‘বাংলা রচনায় ‘কারাকাহিনী’র সঙ্গে যুক্ত হয় ও তারপরে মুদ্রিত পৃথক ‘কারাকাহিনী’র সংস্করণগুলিতেও এই সংযুক্তি অটুট রাখা হয় ৷ কাজেই এই প্রবন্ধটিও দুইটি পৃথক গ্রন্থে পাওয়া যাবে ৷
ধৰ্ম্ম ও জাতীয়তা (Dharma and Nationalism
১৩১৬ সালে প্রকাশিত শ্রীঅরবিন্দ সম্পাদিত সাপ্তাহিক ‘ধৰ্ম্ম’ পত্রিকা হতে সংকলিত ৷
১ম সংস্করণ: ভাদ্র ১৩২৭, রামেশ্বর দে, প্রবর্তক পাবলিশিং হাউস, চন্দননগর
২য় সংস্করণ: আষাঢ় ১৩২৯, রামেশ্বর দে, প্রবর্তক পাবলিশিং হাউস, চন্দননগর
৩য় সংস্করণ: আশ্বিন ১৩৩৮, রামেশ্বর দে, রামেশ্বর এ্যাণ্ড কোং, চন্দননগর
৪র্থ সংস্করণ: জ্যৈষ্ঠ ১৩৫৩, আৰ্য পাবলিশিং হাউস, কলিকাতা; শ্রীঅরবিন্দ আশ্রম প্রেস, পণ্ডিচেরীতে মুদ্রিত ৷
৫ম সংস্করণ: অগ্রহায়ণ ১৩৬৪, শ্রীঅরবিন্দ আশ্রম কর্তৃক আশ্রম প্রেসে মুদ্রিত ৷
৬ষ্ঠ সংস্করণ: ১৯৭৭, শ্রীঅরবিন্দ আশ্রম ট্রাস্ট, অল ইণ্ডিয়া প্রেস, পণ্ডিচেরী ৷ এই সংস্করণের ইমপ্রিন্ট পৃষ্ঠা ত্রুটিযুক্ত ও অসম্পূর্ণ ৷ মুদ্রিত ১ম সংস্করণের তারিখ ভুল (১৩২৭-এর স্থলে ১৯২৭) ও বর্তমান সংস্করণের ক্রমিক সংখ্যার উল্লেখ নাই ৷
১৯৬৯ সালের মূল বাঙ্গলা রচনাবলী’ হতেই ‘ধর্ম ও জাতীয়তা’ অংশ পূর্বপ্রকাশিত পৃথক গ্রন্থের থেকে বহুল পরিমাণে পরিবর্তিত হয়ে যায় ৷ ধর্ম এবং জাতীয়তা পৃথক অংশ হিসাবে উপস্থাপিত করা হয় ৷ তারপর বিষয়-সাদৃশ্যের জন্য ‘গীতার ধৰ্ম্ম’, ‘সন্ন্যাস ও ত্যাগ’ এবং বিশ্বরূপ দর্শন’ স্থানান্তরিত করে গীতা শীর্ষক অংশে নিয়ে যাওয়া হয়; ‘উপনিষদ’ ও ‘পুরাণ’ও পৃথক করা হয় ৷ নবজন্ম’ প্রবন্ধটি ‘কারাকাহিনী’র শেষে যুক্ত হয় ৷ এই ছয়টি প্রবন্ধ বিযুক্ত হয় বটে, আবার অন্যপক্ষে নতুন ছয়টি প্রবন্ধ যুক্ত হয় – চারটি ‘বিবিধ রচনা' পুস্তক হতে ও দুটি ‘জগন্নাথের রথ হতে ৷
প্রসঙ্গত বলা যায়, ‘বিবিধ রচনা’ গ্রন্থের অন্যান্য প্রবন্ধও ভিন্ন ভিন্ন অংশে বিভক্ত করে দেওয়ার ফলে বাংলা রচনার মধ্যে এই গ্রন্থটির পৃথক অস্তিত্ব লােপ পেয়েছিল ৷
চতুর্থ সংস্করণের এই অংশে আরও সাতটি নতুন প্রবন্ধ যুক্ত করে কালক্রমানুসারে সমস্ত রচনাগুলিকে দুইভাগে বিভক্ত করা হল: প্রাক পণ্ডিচেরী পর্ব ও পণ্ডিচেরী পর্ব ৷ প্রাক পণ্ডিচেরী পর্বের রচনাগুলি জাতীয়তা’ অংশে সন্নিবেশিত করা হল এবং অন্য রচনাগুলির জন্য শিরােনাম ‘বিবিধ রচনা রইল ৷
বর্তমান সংস্করণের ‘ধর্ম ও জাতীয়তা’য় মুদ্রিত প্রবন্ধগুলির প্রথম প্রকাশ ও আনুষঙ্গিক তথ্য নিচে দেওয়া হল ৷ প্রায় সমস্ত প্রবন্ধ ‘ধৰ্ম্ম’ পত্রিকা হতে গৃহীত হয়েছে, ব্যতিক্রম ক্ষেত্রে পত্রিকার নাম (যুগান্তর) উল্লেখ আছে ৷
পৃঃ ৭৭ আমাদের ধর্ম: ৭ ভাদ্র ১৩১৬
পৃঃ ৮০ মায়া: ২১ ভাদ্র ১৩১৬
৮৪ অহঙ্কার: ৪ আশ্বিন ১৩১৬
পৃঃ ৮৬ নিবৃত্তি: ৬ অগ্রহায়ণ ১৩১৬
পৃঃ ৮৮ কাম্য: ১২, ১৯ পৌষ ১৩১৬
‘ধৰ্ম্ম’ পত্রিকায় প্রাকাম্য’র উপরে আরও একটি শিরােনাম ‘অষ্টসিদ্ধি’ মুদ্রিত ৷ আছে ৷
পৃঃ ৯২ স্তবস্তোত্র: ২ ফাল্গুন ১৩১৬
পৃঃ ৯৫ আমাদের রাজনীতিক আদর্শ: যুগান্তর’ ২৫ চৈত্র ১৩১২ (নতুন সংযােজন); সাপ্তাহিক ‘যুগান্তর’-এর ৩য় সংখ্যায় এটি প্রকাশিত হয় ৷
প্রবন্ধটি উমা মুখােপাধ্যায়, হরিদাস মুখােপাধ্যায় প্রণীত “ভারতের স্বাধীনতা আন্দোলনে যুগান্তর পত্রিকার দান বা শ্রীঅরবিন্দ ও বাংলায় বিপ্লববাদ” হতে গৃহীত ৷
পৃঃ ১০১ মিথ্যার পূজা: ‘যুগান্তর’, শ্রাবণ ১৩১৪ (নতুন সংযােজন)
এই প্রবন্ধটিও পূর্ব প্রবন্ধের মতাে উল্লিখিত গ্রন্থ হতে গৃহীত ৷
পৃঃ ১০৩ আমাদের বর্তমান রাজনীতিক অবস্থা: ৭ ভাদ্র ১৩১৬ (নতুন সংযােজন)
পৃঃ ১০৬ জাতীয় উত্থান: ৪ আশ্বিন ১৩১৬
এই প্রবন্ধটি ‘ধৰ্ম্ম’তে ‘জাতীয় উত্থান ও জাতিগত বিদ্বেষ’ শিরােনামে মুদ্রিত হয়েছিল ৷
পৃঃ ১১০ অতীতের সমস্যা: ১১ আশ্বিন ১৩১৬
এই প্রবন্ধটি ‘ধৰ্ম্ম’তে ‘অতীতের সমস্যা ও ভবিষ্যতের ইঙ্গিত শিরােনামে মুদ্রিত হয়েছিল ৷
পৃঃ ১১৬ স্বাধীনতার অর্থ: ২৫ আশ্বিন ১৩১৬
পৃঃ ১১৮ হিরােবৃমি ইতাে: ২২ কার্তিক ১৩১৬
প্রবন্ধটি ‘জগন্নাথের রথ’ গ্রন্থে ২য় সংস্করণ হতে অন্তর্ভুক্ত করা আছে ৷
পৃঃ ১২০ কোরিয়া ও জাপান: ২২ কার্তিক ১৩১৬ (নতুন সংযােজন);
SABCL Vol. 27, Supplement-4 alfaro
পৃঃ ১২৪ দেশ ও জাতীয়তা: ২০ অগ্রহায়ণ ১৩১৬
পৃঃ ১২৭ আমাদের আশা: ৪ মাঘ ১৩১৬
পৃঃ ১৩০ আমাদের নিরাশা: ১৮ মাঘ ১৩১৬ (নতুন সংযােজন)
পৃঃ ১৩২ প্রাচ্য ও পাশ্চাত্য: ১৮ মাঘ ১৩১৬
পৃঃ ১৩৬ ভ্রাতৃত্ব: ২৫ মাঘ ১৩১৬
পৃঃ ১৪০ ভারতীয় চিত্রবিদ্যা: ৯ ফাল্গুন ১৩১৬
‘ধৰ্ম্ম’ পত্রিকায় প্রকাশিত নিম্নলিখিত রচনাগুলি শ্রীঅরবিন্দ লিখিত কিনা নিঃসংশয়ে নির্ণয় করা গেল না এবং সেই কারণে গৃহীত হয়নি:
আবার রাজদ্রোহ (১৮ আশ্বিন ১২১৬); রাজদ্রোহ আইন (১ কার্তিক ১৩১৬); হিন্দুসভা (২২ কার্তিক ১৩১৬); মহাদেবের তমােভাব (২৯ কার্তিক ১৩১৬); মায়াবীর মায়া (৬ অগ্রহায়ণ ১৩১৬); ভারতের নিদ্রা (২৬ পৌষ ১৩১৬) ৷
‘ধৰ্ম্ম’ পত্রিকার সম্পাদকীয় (Editorial Comments from “Dharma”)
সম্পাদকীয় প্রবন্ধাবলীর শিরােনাম দিয়ে একটি নতুন সূচীপত্র ৬৬৩ পৃষ্ঠায় দেওয়া হল ৷ লক্ষণীয় যে ‘জাতীয় ঘােষণাপত্র’ শিরােনামে দুটি এবং ‘যুক্ত মহাসভা' শিরােনামে তিনটি রচনা আছে ৷ ৩০শে আশ্বিন’ শিরােনামে একটি সম্পাদকীয় রচনা আছে এবং পরিশিষ্ট ভাগেও ওই শিরােনামে অপর একটি রচনা যুক্ত হয়েছে ৷
এই সম্পাদকীয় প্রবন্ধগুলি “ধর্ম” শিরােনামে পুস্তকাকারে প্রকাশিত হয় ১৯৭০ সালে এবং পরে ১৯৮৮ সালে পুনর্মুদ্রিত হয় ৷
প্রকাশক: শ্রীঅরবিন্দ আশ্রম ট্রাস্ট; মুদ্রক: শ্রীঅরবিন্দ আশ্রম প্রেস, পণ্ডিচেরী পৃথক পুস্তকাকারে প্রকাশের পূর্বেই এইগুলি ‘বাংলা রচনা’য় ১ম সংস্করণ হতে স্থানলাভ করেছিল ৷
চতুর্থ সংস্করণে নতুন সংযােজিত হল:
পৃঃ ১৫৭ রিজের বিষােদগার (১৪ ভাদ্র ১৩১৬)
পৃঃ ২১৪ যুক্ত মহাসভা (৫ পৌষ ১৩১৬)
পঞ্চম সংস্করণে নতুন সংযােজন:
পৃঃ ২০৫ রমেশচন্দ্র দত্ত (১৪ ভাদ্র ১৩১৬)
নিম্নলিখিত রচনাগুলি চতুর্থ সংস্করণে বর্জিত হয়েছে; পাশে তৃতীয় সংস্করণের পৃষ্ঠা সংখ্যাগুলি উল্লেখ করা হল:
তারাপরে চিনির কল (পৃঃ ১৯৫); বঙ্গলক্ষ্মী কটন মিল (পৃঃ ২০৪); কৃষ্ণমিলের ৷ মিথ্যা অপবাদ (পৃঃ ২০৭); প্রহারকের পরিচয় (পৃঃ ২৪৬) ৷
‘তারাপুরে চিনির কল’ ও ‘বঙ্গলক্ষ্মী কটন মিল’-এর প্রসঙ্গ ‘ধর্ম’তে অন্যত্রও আছে ৷ সেইগুলি বর্জন করে মাত্র এই দুটি মুদ্রিত করা অযৌক্তিক বলে মনে হয় ৷ তাছাড়া এইগুলি সমসাময়িক সংবাদ-প্রধান রচনা এবং অপেক্ষাকৃত গুরুত্বহীন ৷ এই একই কারণে ‘কৃষ্ণমিলের মিথ্যা অপবাদ’ গৃহীত হয়নি ৷ প্রহারকের পরিচয়’ বর্জন করার আরাে একটি কারণ আছে ৷ এই প্রহারের কাহিনী একটি পূর্ববর্তী রচনা ‘একটি সত্য ঘটনা' শিরােনামে ‘ধৰ্ম্মতে প্রকাশিত হয়েছিল ৷ কাজেই, প্রহারের কথা বাদ দিয়ে শুধুমাত্র প্রহারকের বিষয় মুদ্রিত না করাই বিধেয় মনে হল ৷
‘গুরু গােবিন্দ সিংহ' রচনাটির জন্য বাংলা রচনা’র সংস্করণগুলিতে একটা পৃথক অংশ নির্ধারিত ছিল ৷ প্রবন্ধটি পৃথক অংশে মুদ্রিত হলেও ১ম সংস্করণের সূচীপত্রে তার যথাযথ নির্দেশ নেই; ‘জাতীয়তা’ অংশের সঙ্গে এটি যুক্ত করা ছিল ৷ চতুর্থ সংস্করণে রচনাটি ‘ধর্ম’ পত্রিকার সম্পাদকীয় রচনাগুলির মধ্যে সন্নিবিষ্ট হল ৷ বস্তুত এই প্রবন্ধটি ‘ধৰ্ম্ম’তে সম্পাদকীয় রচনা হিসাবেই প্রকাশিত হয়েছিল ৷
এই সম্পাদকীয় অংশের পরিশিষ্টে দুটি নতুন রচনা সংযােজিত হয়েছে – এই দুটিই ‘ধৰ্ম্ম’ পত্রিকা বহির্ভুত ৷
প্রথম: ঐক্য ও স্বাধীনতা (পৃঃ ২৩৭) SABCL, Vol. 27 হতে গৃহীত ৷ সেখানে প্রবন্ধটি বরােদায় থাকাকালীন রচিত বলা আছে ৷ পাঠ্যতে আছে মাদ্রাজে জাতীয় সভার ঊনবিংশ অধিবেশনের কথা ৷ এই অধিবেশন যেহেতু ১৯০৩ সালে ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হয়েছিল, আমরা ধরে নিতে পারি ১৯০৪ সালের প্রথম দিকে এটি রচিত হয়েছিল ৷
দ্বিতীয়: ৩০শে আশ্বিন (পৃঃ ২৩৯) একটি জীর্ণ পাণ্ডুলিপি হতে উদ্ধার করা হয়েছে ৷ রচনাটি পাঠে অনুমিত হয় যে এটা ১৯০৮ সালে রচিত হয়েছিল ৷ এই রচনাটি সম্পাদকীয় ‘৩০শে আশ্বিন’ (পৃঃ ১৮৬) প্রবন্ধটি হতে পৃথক ৷
বিবিধ রচনা (Miscellaneous Writings)
এই গ্রন্থের প্রকাশকের কথায় প্রথম অনুচ্ছেদে বলা হয়েছে: “শ্রীঅরবিন্দের এই বাংলা লেখাগুলি তার খসড়া খাতা থেকে গৃহীত ৷ এগুলি তিনি আদৌ দ্বিতীয়বার দেখে দিতে পারেননি – যেমন আনকোরা অবস্থায় ছিল তেমনি ছাপান হল ৷”
এই গ্রন্থাংশে অনেক পরিবর্তন করা হল ৷ বেদ ও উপনিষদ সংক্রান্ত শেষ ছয়টি প্রবন্ধ স্থানান্তরিত করে নতুন বিভাগে নিয়ে যাওয়া হয়েছে ৷ একটি নতুন রচনাও ‘মানব সমাজের তিন ক্রম’-এর শেষাংশের পাণ্ডুলিপি আবিষ্কৃত হয়েছে ৷ সেগুলি এখানে সন্নিবেশিত হল ৷ এছাড়াও, জগন্নাথের রথ’ প্রবন্ধটি এখানে যুক্ত হয়েছে ৷
‘বিবিধ রচনা’র শেষাংশে প্রদত্ত কবিতাগুলি চতুর্থ সংস্করণে ‘কবিতা' অংশে স্থানান্তরিত করা হয়েছে ৷
১ম সংস্করণ: ১৯৫৫, শ্রীঅরবিন্দ আশ্রম, পণ্ডিচেরী, শ্রীঅরবিন্দ আশ্রম প্রেসে মুদ্রিত ৷
২য় সংস্করণ: ১৯৭৫, ঐ ৷ গ্রন্থের শেষে আট পৃষ্ঠা ব্যাপী একটি কবিতার অংশ যুক্ত হয় ৷
চতুর্থ সংস্করণে প্রাসঙ্গিক প্রবন্ধগুলির তথ্যাদি নিচে দেওয়া হল:
পৃঃ ২৪৩ পুরাতন ও নূতন: রচনাকাল আনুমানিক ১৯১৮
পৃঃ ২৪৪ পূর্ণতা: রচনাকাল আনুমানিক ১৯১৮, শিরােনামটি সম্পাদক প্রদত্ত, পাণ্ডুলিপিতে নাই ৷
পৃঃ ২৪৫ পূর্ণযােগের মুখ্য লক্ষণ: রচনাকাল আনুমানিক ১৯১৮ (নতুন সংযােজন) ৷
পৃঃ ২৪৮ মানব সমাজের তিন ক্রম: রচনাকাল আনুমানিক ১৯১৮
পাণ্ডুলিপিতে কোন শিরােনাম নাই, ‘বিবিধ রচনা প্রকাশকালে সম্পাদক কর্তৃক প্রদত্ত ৷ পাণ্ডুলিপির শেষ তিনটি বাক্য তখন মুদ্রিত হয়নি ৷ বাংলা রচনা’র তৃতীয় সংস্করণে সেগুলি যুক্ত হয়েছে ৷ চতুর্থ সংস্করণে আরও চারিটি নতুন অনুচ্ছেদ সংযােজিত হল ৷
পৃঃ ২৫১ সমাজের কথা: রচনাকাল আনুমানিক ১৯১৮
এস্থলেও শেষের বাক্যটি ‘বাংলা রচনা’র তৃতীয় সংস্করণে যুক্ত হয়েছে ৷ এর পূর্বে মুদ্রিত হয়নি ৷
পৃঃ ২৫২ জগন্নাথের রথ: প্রবর্তক, ৩০ চৈত্র ১৩২৫
এই প্রবন্ধটির সঙ্গে আরাে দুটি রচনা ‘আৰ্য আদর্শ ও গুণত্রয়’ ও ‘স্বপ্ন’ যুক্ত করে ‘জগন্নাথের রথ’ শিরােনামের গ্রন্থটি প্রকাশিত হয় ৷
গ্রন্থটির প্রকাশপঞ্জী:
১ম সংস্করণ: ১৩২৮ (১৯২১), রামেশ্বর দে, প্রবর্তক পাবলিশিং হাউস, চন্দননগর ৷
২য় সংস্করণ: ১৩৩৯ (১৯৩২), রামেশ্বর দে, প্রবর্তক পাবলিশিং হাউস, চন্দননগর; এই সংস্করণে আরও দুটি বিষয় যুক্ত হয় – ‘দুর্গা-স্তোত্র’ ও ‘হিরােবৃমি ইতাে ৷
৩য় সংস্করণ: ১৩৫৭ (১৯৫২), শ্রীঅরবিন্দ আশ্রম, পণ্ডিচেরী, শ্রীঅরবিন্দ আশ্রম প্রেসে মুদ্রিত ৷
৪র্থ সংস্করণ: ১৩৭২ (১৯৬৫), শ্রীঅরবিন্দ আশ্রম, পণ্ডিচেরী, শ্রীঅরবিন্দ আশ্রম প্রেসে মুদ্রিত ৷
৫ম সংস্করণ: ১৩৮৪ (১৯৭৭), ঐ
পুনর্মুদ্রণ: ১৯৯০, ঐ
বাংলা রচনাতে পূর্ব পূর্ব সংস্করণ হতেই “জগন্নাথের রথ’ গ্রন্থের পৃথক অস্তিত্ব থাকছে না ৷ চতুর্থ সংস্করণেও প্রবন্ধগুলি ‘কারাকাহিনী’, ‘ধর্ম ও জাতীয়তা’ ও ‘বিবিধ রচনার মধ্যে বিভক্ত হয়ে গিয়েছে ৷ দুর্গা-স্তোত্র’ ‘বাংলা রচনা’র প্রথমেই পূর্ব সংস্করণের মত স্বাধীনভাবে সন্নিবেশিত হচ্ছে ৷
গীতা (The Gita)
পৃঃ ২৫৯ গীতার ধর্ম: ‘ধর্ম’ (১৪ ভাদ্র ১৩১৬); পরে ‘ধর্ম ও জাতীয়তা’ গ্রন্থের অন্তর্ভুক্ত হয় (১৩২৭) ৷
পৃঃ ২৬২ সন্ন্যাস ও ত্যাগ: ‘ধৰ্ম্ম’ (১৪ ভাদ্র ১৩১৬), পরে ধর্ম ও জাতীয়তা’ গ্রন্থের অন্তর্ভুক্ত হয় (১৩২৭) ৷
উপরের প্রবন্ধ দুটি ১৩৮৯ সালে গীতার ভূমিকা' গ্রন্থেও পরিশিষ্ট হিসাবে সংযােজিত হয় ৷
পৃঃ ২৬৬ বিশ্বরূপ দর্শন: ‘ধৰ্ম্ম’ (২৫ মাঘ ১৩১৬); পরে ‘ধর্ম ও জাতীয়তা’ গ্রন্থের অন্তর্ভুক্ত হয় (১৩২৭) ৷ ১৩৪৮ সালে গীতার ভূমিকা' গ্রন্থেও পরিশিষ্ট হিসাবে যুক্ত হয় ৷
পৃঃ ২৭০ গীতার ভূমিকা: ‘ধৰ্ম্ম’ পত্রিকায় ১৮ আশ্বিন হতে ২ ফাল্গুন, ১৩১৬ ‘গীতা’ শিরােনামে মুদ্রিত ৷ পরে গ্রন্থাকারে বর্তমান শিরােনামে প্রকাশিত হয় ৷ গ্রন্থটির প্রকাশপঞ্জী নিচে দেওয়া হল ৷
১ম সংস্করণ: আশ্বিন ১৩২৭, রামেশ্বর দে, প্রবর্তক পাবলিশিং হাউস, চন্দননগর ২য় সংস্করণ: ফাল্গুন ১৩২৭, অলভ্য ৷
৩য় সংস্করণ: ফাল্গুন ১৩৩৪, বারিদকান্তি বসু, আৰ্য্য সাহিত্য ভবন, কলিকাতা
৪র্থ সংস্করণ: আষাঢ় ১৩৪৮, রামেশ্বর দে, প্রবর্তক পাবলিশিং হাউস, চন্দননগর উল্লেখযােগ্য যে ২য় ও ৩য় সংস্করণে ১ম সংস্করণের পুনর্মুদ্রণ বলে মুদ্রিত হয়েছিল এবং বর্তমানে যেটিকে ৪র্থ সংস্করণ আখ্যা দেওয়া হচ্ছে, সেটি ২য় সংস্করণ হিসাবে মুদ্রিত ছিল ৷ বর্তমানে এই সংশােধনের কারণ পরবর্তী সংস্করণটি ৫ম সংস্করণ হিসাবে চিহ্নিত ছিল ৷
এই ৪র্থ সংস্করণেই পর্বোল্লিখিত ‘বিশ্বরূপ দর্শন’ প্রবন্ধটি পরিশিষ্ট হিসাবে সংযােজিত হয় ৷
৫ম সংস্করণ: আষাঢ় ১৩৫৮, শ্রীঅরবিন্দ আশ্রম, পণ্ডিচেরী, শ্রীঅরবিন্দ আশ্রম প্রেসে মুদ্রিত ৷
৬ষ্ঠ সংস্করণ: ভাদ্র ১৩৭৬, শ্রীঅরবিন্দ আশ্রম, পণ্ডিচেরী, শ্রীঅরবিন্দ আশ্রম প্রেসে মুদ্রিত ৷
৭ম সংস্করণ: আগস্ট ১৯৭২, শ্রীঅরবিন্দ পাঠমন্দির, কলিকাতা ৷ উল্লেখ্য, এই সংস্করণটি ৩য় সংস্করণ হিসাবে মুদ্রিত হয়েছে ৷ পরের সংস্করণে এই ত্রুটি সংশােধিত হয়েছে ৷
৮ম সংস্করণ: শ্রাবণ ১৩৮৯, শ্রীঅরবিন্দ আশ্রম, অল ইণ্ডিয়া প্রেস, পণ্ডিচেরীতে মুদ্রিত ৷ এই সংস্করণে নতুন দুটি প্রবন্ধ গীতার ধর্ম এবং ‘সন্ন্যাস ও ত্যাগ’ যুক্ত হয়েছে, তা আগেই উল্লেখ করা হয়েছে ৷
পুনর্মুদ্রণ: ১৯৮৫, ১৯৯৪, শ্রীঅরবিন্দ আশ্রম, পণ্ডিচেরী, শ্রীঅরবিন্দ আশ্রম প্রেসে মুদ্রিত ৷
এই গীতার ভূমিকা' গ্রন্থে পরিশিষ্টের প্রবন্ধগুলি সংযােজনের ফলে গীতাসংক্রান্ত শ্রীঅরবিন্দের সমস্ত রচনাই এখন একত্র পাওয়া যায় ৷ বাংলা রচনা’র চতুর্থ সংস্করণে ‘গীতা বিভাগে এই প্রবন্ধগুলি কালানুক্রমে পরিবেশিত হয়েছে ৷
বেদ ও উপনিষদ (The Veda and the Upanishads)
চতুর্থ সংস্করণে ‘বেদ’, ‘উপনিষদ’, ‘পুরাণ’ পৃথক পৃথক বিভাগ না রেখে ‘বেদ ও উপনিষদ’ নামে একটি বিভাগ রাখা হয় ৷
পৃঃ ৩২৭ উপনিষদ: ‘ধর্ম’, ২৭ অগ্রহায়ণ ১৩১৬
‘ধর্ম ও জাতীয়তা’ গ্রন্থের সমস্ত সংস্করণেই প্রকাশিত হয়েছে ৷ বাংলা রচনার ১ম সংস্করণে ‘উপনিষদ’ অংশে স্থানান্তরিত করা হয় ৷
পৃঃ ৩২৯ পুরাণ: ‘ধর্ম’, ১২ পৌষ ১৩১৬
এই প্রবন্ধটিও পূর্ব প্রবন্ধের মত ধর্ম ও জাতীয়তার অন্তর্ভুক্ত হয় এবং সেখান হতে ‘বাংলা রচনা’র পূর্ব সংস্করণগুলিতে এই একটি মাত্র প্রবন্ধের জন্য নতুন অংশ রাখা হয় ৷
পূঃ ৩৩১ ঈশা উপনিষদ: ‘ধৰ্ম্ম, ৯ ফাল্গুন ১৩১৬ (নতুন সংযােজন)
পৃঃ ৩৩৪ উপনিষদে পূর্ণযােগ: ‘বিবিধ রচনা, ১৯৫৫; শ্রীঅরবিন্দ আশ্রম কর্তৃক প্রকাশিত ও শ্রীঅরবিন্দ আশ্রম প্রেসে মুদ্রিত ৷ রচনাকাল: আনুমানিক ১৯১২-১৮
পৃঃ ৩৩৬ ঈশ উপনিষদ: ‘বিবিধ রচনা’ ১৯৫৫; শ্রীঅরবিন্দ আশ্রম, শ্রীঅরবিন্দ আশ্রম প্রেস, পণ্ডিচেরী
চতুর্থ সংস্করণে প্রবন্ধটির ৩য় অংশটি নতুন সংযােজন এবং তিনটি অংশই যুক্তভাবে একটি শিরােনামের অন্তর্ভুক্ত করা হয় ৷ পূর্ব পূর্ব সংস্করণে প্রথম দুই অংশ দুটি পৃথক পৃথক প্রবন্ধ হিসাবে উপস্থাপিত করা হয়েছে ৷ প্রথম প্রবন্ধটি ‘ঈশা উপনিষদ’ শিরােনামে ‘বিবিধ রচনায় মুদ্রিত হয়েছিল; আরাে দেখা যায় ‘বাংলা রচনা’র ৩য় সংস্করণে প্রবন্ধটিতে অনুচ্ছেদগুলির পূর্বাপর ক্রম সংশােধন করা হয়েছে ৷ রচনাকাল: আনুমানিক ১৯১৮
পৃঃ ৩৪১ বেদরহস্য;‘বিবিধ রচনা ১৯৫৫; শ্রীঅরবিন্দ আশ্রম, শ্রীঅরবিন্দ আশ্রম প্রেস, পণ্ডিচেরী ৷
পরে প্রাপ্ত পাণ্ডুলিপির এক ভিন্ন বয়ান হতে প্রবন্ধটি নতুন করে চতুর্থ সংস্করণে সংশােধন করা হয়েছে ৷ রচনাকাল: আনুমানিক ১৯১৬
পৃঃ ৩৪৭ ঋগ্বেদ: ‘বিবিধ রচনা’ ১৯৫৫; শ্রীঅরবিন্দ আশ্রম, শ্রীঅরবিন্দ আশ্রম প্রেস, পণ্ডিচেরী ৷
চতুর্থ সংস্করণে এই প্রবন্ধটি নতুন করে সাজানাে হয় ৷ পরিবর্তন ও সংযােজনগুলির মধ্যে উল্লেখযােগ্য: ‘তপােদেব অগ্নি’ আর পৃথক প্রবন্ধ না রেখে এই রচনাটির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়; তৃতীয় সংস্করণের বাংলা রচনা’র প্রথমদিকে যে ‘উষাস্তোত্র’ সন্নিবেশিত হয়েছিল, সেটিও এখানে স্থানান্তরিত করা হয় – কেননা সেটি মূল বাংলা নয়, ঋগ্বেদ হতে অনুবাদ মাত্র ৷ নতুন পাণ্ডুলিপি অবলম্বনে পরবর্তী ঋগার্থগুলি সংযােজিত হয় – প্রথম মণ্ডল, সূক্ত ২, ৩, ৪, ৫, ১১৩; চতুর্থ মণ্ডল, সূক্ত ১; সপ্তম মণ্ডল, সূক্ত ৭০, ৭৭; নবম মণ্ডল, সূক্ত ১, ২, ১১৩; দশম মণ্ডল, সূক্ত ১০৮ ৷ রচনাকাল: আনুমানিক ১৯১৬ ৷
পত্রাবলী (Letters)
এই অংশে শ্রীঅরবিন্দ লিখিত যাবতীয় প্রাপ্ত পত্র পরিবেশিত হয়েছে ৷ এর পূর্বে নানা শিরােনামায় নানাজনকে লিখিত পত্রসংকলন প্রকাশিত হয়েছে এবং তাদের সংক্ষিপ্ত বিবরণ প্রসঙ্গ আনুযায়ী দেওয়া হল ৷
পৃঃ ৩৭৯ মৃণালিনীদেবীকে লিখিত:
‘অরবিন্দের পত্র’ নামে একটি সংকলন ছিল ৷
১ম সংস্করণ: অলভ্য ৷
২য় সংস্করণ: ভাদ্র ১৩২৬, রামেশ্বর দে, প্রবর্তক পাবলিশিং হাউস, চন্দননগর
৩য় সংস্করণ: অলভ্য
৪র্থ সংস্করণ: অলভ্য
৫ম সংস্করণ: ভাদ্র ১৩৩২, আৰ্য্য পাবলিশিং হাউস, কলেজ স্ট্রীট, কলিকাতা ৷ এই সংস্করণগুলিতে মাত্র তিনটি পত্র পাওয়া যায়: ৩০. ৮. ১৯০৫. ১৭. ২. ১৯০৭ এবং ৬. ১২. ১৯০৭-এ লিখিত ৷ এই পত্র তিনখানি ১৯০৮ সালে শ্রীঅরবিন্দের গ্রে স্ট্রীট বাসভবনে খালাতল্লাসী করে পুলিশ নিয়ে যায় ও আলিপুর বােমার মামলায় আদালতে উপস্থিত করে ৷
৬ষ্ঠ সংস্করণ: ফাল্গুন ১৩৫২, প্রকাশক: আৰ্য পাবলিশিং হাউস, কলিকাতা; শ্রীঅরবিন্দ আশ্রম প্রেস, পণ্ডিচেরীতে মুদ্রিত ৷ এই সংস্করণে শিরােনাম পরিবর্তিত হয় – অরবিন্দের পত্র’ স্থানে শ্রীঅরবিন্দের পত্র’ করা হয় ৷
বারিন ঘােষকে লেখা ‘পণ্ডিচেরী পত্র ও এর শেষার্ধে যুক্ত হয় ৷ ৭ম সংস্করণ: চৈত্র ১৩৫৯, শ্রীঅরবিন্দ আশ্রম, শ্রীঅরবিন্দ আশ্রম প্রেস, পণ্ডিচেরী
৮ম সংস্করণ: বৈশাখ ১৩৮৪, ঐ
এই সংস্করণে আরও ৭টি বাংলা চিঠি ও একটি বাংলা অনুবাদসমেত ইংরাজী চিঠি যুক্ত হয় ৷ এছাড়া ভূপালচন্দ্র বসুকে লেখা শ্রীঅরবিন্দের চিঠি এবং ভূপালচন্দ্র বসু লিখিত মৃণালিনীদেবী সম্পর্কে জীবনের ছােট ছােট ঘটনা সন্নিবেশিত হয়েছে ৷ শ্রীঅরবিন্দের এই চিঠি ও ভূপালচন্দ্র বসুর লেখাটি ইংরাজীতে লিখিত ৷ এখানে ইংরাজী ও তার বঙ্গানুবাদ দেওয়া হয়েছে ৷
এই সংস্করণে ইমপ্রিন্ট পৃষ্ঠায় প্রথম পরিবর্ধিত সংস্করণ চিহ্নিত আছে ৷ কিন্তু পরবর্তী পুনর্মুদ্রণে তা সংশােধিত করে ‘অষ্টম সংস্করণ পরিবর্ধিত’ বলে উল্লেখ করা হয়েছে ৷
পুনর্মুদ্রণ: জুলাই ১৯৮৩
‘বাংলা রচনার পূর্ববর্তী প্রথম দুই সংস্করণে ৩টি করে পত্র, ৩য় সংস্করণে ১০টি পত্র এবং চতুর্থ সংস্করণে আরও একটি পত্র সংযােজিত হয়েছে ৷ তারিখ না দেওয়া চিঠি দুটি অসম্পূর্ণ বলে মনে হয় এবং ডাকে দেওয়া হয়নি বলে অনুমান করা হয় ৷ পত্রগুলি সব কালানুক্রমে নতুন করে বিন্যস্ত হল ৷ তারিখহীন পত্রগুলি সবশেষে সন্নিবেশিত হয়েছে ৷ বলাবাহুল্য, ইংরাজীতে লেখা পত্রটি ‘বাংলা রচনা’য় গৃহীত হয়নি ৷
পৃঃ ৩৯২ বারিনকে লিখিত: নারায়ণ’ ও ‘প্রবর্তক’ দুইটি পত্রিকাতেই সমকালে প্রথম প্রকাশিত হয় (জ্যৈষ্ঠ ১৩২৭) ৷
‘অরবিন্দের পণ্ডিচেরী পত্র’ শিরােনামে পুস্তিকাকারে প্রকাশ ১৩২৮ সালে ৷ প্রকাশক: শ্রীবারীন্দ্রকুমার ঘােষ, আৰ্য পাবলিশিং হাউস, কলিকাতা ৷ প্রকাশকের নিবেদনে বলা হয়েছে: “আমি দ্বীপান্তর থেকে ফেরবার পরই শ্রীঅরবিন্দের কাছ থেকে এই পত্র পাই ৷ ...জ্যৈষ্ঠের (১৩২৭) নারায়ণ থেকে নিয়ে পরিবর্ধিত আকারে পত্রখানি প্রকাশ করলাম ৷”
পরে এই পত্র ‘পণ্ডিচেরীর পত্র’ শিরােনাম নিয়ে ‘শ্রীঅরবিন্দের পত্র’ (৬ষ্ঠ সংস্করণ) -এর শেষার্ধে যুক্ত হয় (১৩৫২) ও ঐ গ্রন্থের পরবর্তী সংস্করণের সঙ্গে মুদ্রিত হতে থাকে ৷
‘বাংলা রচনার পূর্ববর্তী সংস্করণগুলিতে ‘পণ্ডিচেরী পত্র’ নামেই মুদ্রিত হয় ৷ উল্লেখ্য তৃতীয় সংস্করণেই কোনরকম কাটছাট না করে প্রথম সম্পূর্ণ পত্রটি মুদ্রিত হয় ৷ চতুর্থ সংস্করণে ‘পত্রাবলী’র অংশ হিসাবে পত্রটি প্রকাশ করা হল ৷
পৃঃ ৪০৪ ‘প্রবর্তক’ উদ্দেশ্যে লিখিত:
নতুন সংযােজন; রচনাকাল আনুমানিক ১৯১৮; সম্ভবত পত্রগুলি কখনই ডাকে দেওয়া হয়নি ৷ এই পত্রগুচ্ছের তৃতীয় ও চতুর্থ অংশটি প্রবর্তক উদ্দেশ্যে রচিত কিনা নিশ্চিতভাবে নির্ণয় করা যায়নি ৷
পৃঃ ৪১৮ সাধনাবিষয়ক পত্রাবলী:
এইগুলি কয়েকজন শিষ্যার প্রশ্নের উত্তরে লিখিত ৷ এই পত্রগুলির কিছু অংশ এর পূর্বে ‘পত্রাবলী’ শিরােনামে দুই খণ্ডে প্রকাশিত হয়েছে ৷
১ম খণ্ড: ১ম সংস্করণ: ১৫ আগস্ট ১৯৫১ ২য় সংস্করণ: অক্টোবর ১৯৬৬ ২য় খণ্ড: ১ম সংস্করণ: অক্টোবর ১৯৫৯ ২য় সংস্করণ: ফেব্রুয়ারি ১৯৬৭ শ্রীঅরবিন্দ আশ্রম কর্তৃক শ্রীঅরবিন্দ আশ্রম প্রেসে মুদ্রিত ৷
এই পত্রগুলির অধিকাংশই নিয়মমাফিক পত্র নয় ৷ ‘ন’, ‘স’-এর লিখিত পত্রের (সময় সময় অতি দীর্ঘ পত্র) উত্তরে মার্জিনে বা অন্যত্র মন্তব্য কিংবা নােটের আকারে লিখিত ৷ ‘ন’ ও ‘স’ সাধারণত বাঁধানাে খাতায় পত্র লিখে শ্রীঅরবিন্দের কাছে পাঠাতেন ৷ এই খাতাগুলি হতে শ্রীঅরবিন্দের উত্তরগুলি সংকলিত হয়েছে ৷ অবশ্য খাতা ছাড়াও পৃথক কাগজ থেকেও বেশ কিছু পত্র সংগৃহীত হয়েছে ৷
বর্তমান সংস্করণে ‘ন’ ও ‘স’কে লিখিত অনেক পত্র যুক্ত হয়েছে ৷ চিঠিগুলি বিষয়নিরপেক্ষে তারিখ অনুযায়ী সাজানাে হয়েছে ৷ যেগুলিতে তারিখ নেই সেগুলি শেষে দেওয়া হয়েছে ৷
এই ‘পত্রাবলী’ হতে চয়ন করে একটি পুস্তিকা ‘শ্রীঅরবিন্দের কয়েকটি পত্র’ শিরােনামে ১৯৯৪ সালে প্রকাশিত হয় ৷
প্রকাশক: শ্রীঅরবিন্দ ভবন, হুগলীচঁচড়া, হুগলী
দশম বর্ষীয়া বালিকা ‘এ’কে লিখিত পত্রগুলি নতুন সংযােজিত হল ৷
‘এ’কে লিখিত পত্রগুলি শৃন্বন্তু' পত্রিকায় ১৩৮১ ফাল্গন ও পরবর্তী সংখ্যাগুলােতে প্রকাশিত হয়েছিল ৷
শৃন্বন্ত: সম্পাদক অমলেশ ভট্টাচার্য, শ্রীঅরবিন্দ ভবন, কলিকাতা
“শ্রীঅরবিন্দের পত্রাবলী’ শিরােনামে আর একটি সংকলন আছে ৷ এটির প্রকাশকাল: ২৪শে নভেম্বর ১৯৭০, প্রকাশক: শ্রীঅরবিন্দ সােসাইটি, কলিকাতা/পণ্ডিচেরী, মুদ্রক: নালন্দা প্রেস, কলিকাতা ৷ এই সংকলনে মৃণালিনীদেবীকে লিখিত তিনটি পত্র, বারিনকে লেখা পত্র এবং ‘ন’ ও ‘স’কে লেখা পত্রাবলী পরিবেশিত হয়েছে ৷
কাহিনী ও কবিতা (Stories and Poetry)
পৃঃ ৫৫৯ স্বপ্ন: ভারতী, অগ্রহায়ণ ১৩১৬
এই কাহিনীটি ‘জগন্নাথের রথ’ পুস্তকের অন্তর্ভুক্ত হয় ৷ পুস্তকটির প্রথম প্রকাশ: আশ্বিন ১৩২৮, রামেশ্বর দে, প্রবর্তক পাবলিশিং হাউস, চন্দননগর ৷
পৃঃ ৫৬৬ ক্ষমার আদর্শ: ‘ধৰ্ম্ম’, ১৬ ফাল্গন ১৩১৬
“শ্রীঅরবিন্দের মূল বাঙ্গলা রচনাবলী (১ম সংস্করণ, ১৯৬৯) গ্রন্থে এই কাহিনীটির প্রথম পুনঃপ্রকাশ হয় ৷ উল্লেখ্য যে ধৰ্ম্ম’ পত্রিকায় কাহিনীটির শিরােনাম ছিল: ‘ক্ষমার আদর্শ ও সাধুসঙ্গের ফল ৷
‘বাংলা রচনা’র ১ম সংস্করণে কোন কবিতা ছিল না ৷ ২য় সংস্করণে মাত্র একটি কবিতা “সবাই পাগল তােরা ঘুরি’ ধরাতল দেওয়া হয় ৷ তৃতীয় সংস্করণ হতেই কবিতার অংশটি যুক্ত হয় ৷
‘উষাহরণ কাব্য’ দীর্ঘ হওয়াতে সর্বশেষে সন্নিবিষ্ট হয়েছে – কালানুক্রমের ব্যত্যয় ঘটা সত্ত্বেও ৷ ওই সঙ্গে সমকালীন রচিত ‘জাগিল জননী’ও শেষের দিকে দেওয়া হল ৷ ফলে শ্রীঅরবিন্দের বরােদা থাকাকালীন প্রথমদিকের বাংলা কবিতাদুটি একসঙ্গে রইল ৷
উল্লেখযােগ্য যে একটি অসমাপ্ত কবিতার টুকরাে’ (প্রথম পঙক্তি: কে TGV gf Pretoria fotosan) Sri Aurobindo: Archives and Research-এর ১৯৮১ এপ্রিল সংখ্যায় প্রকাশিত হয়েছিল ৷ এই কবিতাখণ্ডটির প্রতিলিপি Hindustan Standard-এ (১২ জুন ১৯৫৪) শ্রীঅরবিন্দ রচিত বলে মুদ্রিত হয়েছিল ৷ কিন্তু বর্তমানে নির্ণীত হয়েছে কবিতাটি বারিন ঘােষের রচিত, শ্রীঅরবিন্দের নয় ৷
পৃঃ ৫৬৯ অস্ফুট: রচনাকাল আনুমানিক ১৯১৮
পৃঃ ৫৭০ মহাকাল: একই বিষয়বস্তু নিয়ে একাধিক পাণ্ডুলিপি পাওয়া গিয়েছে ৷ তার মধ্যে একটিই সম্পূর্ণাকারে ‘মহাকাল' শিরােনামে আছে ৷ চতুর্থ সংস্করণে প্রধানত এই বয়ানটিই অনুসরণ করা হয়েছে ৷ কিন্তু কিছু কিছু পঙক্তি অন্য একটি অসম্পূর্ণ বয়ান ‘কাল হতে এনে বদলানাে হয়েছে, যেহেতু এই পঙক্তিগুলি উৎকৃষ্টতর ৷ পঙক্তিগুলি হচ্ছে ৬-২৭, ৪৭-৫২ এবং ৬৯-৭৯ ৷
পূর্ববর্তী সংস্করণে ‘মহাকাল’ কবিতার প্রথম অংশটিতে ‘কাল’-এর পাণ্ডুলিপিটি অপরিবর্তিত রূপে ব্যবহৃত হয় (৩য় সং: পৃপৃ: ৪১৬, ৪১৭ এবং ৪১৮-এর প্রথম পাঁচ পঙক্তি), তারপর ‘মহাকাল' পাণ্ডুলিপি হতে অনুরূপ অংশটুকু বর্জন করে ‘কাল’-এর শেষে যুক্ত হয়েছিল ৷ বর্তিকা ১৯৭৮-এর ১৫ আগস্ট সংখ্যায় কবিতাটি মুদ্রিত হয়েছে ৷
Sri Aurobindo: Archives and Research পত্রিকায় ১৯৭৭ সালের এপ্রিল মাসে প্রকাশিত ‘বুঝেছি তােমার আত্মা’ কবিতাটি এই বিষয়বস্তুর উপর লেখা একটী অসম্পূর্ণ খসড়া মাত্র ৷ রচনাকাল: আনুমানিক ১৯১৬
পৃঃ ৫৭৫ জীবন্ত জড়: Sri Aurobindo: Archives and Research, ডিসেম্বর ১৯৭৯, রচনাকাল: ১৯১২-১৮
পৃঃ ৫৭৯ সবাই পাগল তােরা ঘুরি’ ধরাতল:
‘বাংলা রচনা’র ২য় সংস্করণে ‘উষাহরণ কাব্য’-এর একটি বিক্ষিপ্ত অংশ হিসাবে প্রথম মুদ্রিত হয়েছিল ৷ পরবর্তীকালে এটি একটি পৃথক কবিতা বলে নির্ণীত হয় এবং বিবিধ রচনা’র ২য় সংস্করণে (১৯৭৫) স্থান পায় ৷ রচনাকাল: আনুমানিক ১৯১২-১৩
পৃঃ ৫৮০ দৈত্য: রচনাকাল: আনুমানিক ১৯১২
পৃঃ ৫৮২ কতশত ছন্দোবন্ধে: নতুন সংযােজন ৷ রচনাকাল: আনুমানিক ১৯১৩
পৃঃ ৫৮৩ পরাজিত রাবণ: Sri Aurobindo: Archives and Research, এপ্রিল ১৯৭৯, রচনাকাল: ১৯১২-১৮
পৃঃ ৫৮৭ একটি কবিতা: রচনাকাল: ১৯১২-১৮
পৃঃ ৫৯০ সাবিত্রী: রচনাকাল: আনুমানিক ১৯১৬-১৭
এই কবিতাটি মনে হয় ইংরাজী সাবিত্রী’ মহাকাব্যের প্রথম কাণ্ডের প্রথম সর্গের কোন একটি খসড়ার বাংলা সংস্করণ ৷
পৃঃ ৫৯২ জাগিল জননী: এই কবিতাটি ১৯০৩ সালে কিংবা তার কিছু পরে ভারতজননীর উদ্দেশ্যে লিখিত হয় ৷
পৃঃ ৫৯৫ উষাহরণ কাব্য: শ্রীঅরবিন্দের বরােদা থাকাকালীন (১৮৯৩-১৯০৬) এইটি রচিত হয় ৷ কাব্যটির কিয়দংশ মাত্র পাওয়া গেছে ৷
পূর্বেই বলা হয়েছে “সবাই পাগল তােরা ঘুরি’ ধরাতল” কবিতাটি এই কাব্যের অংশ হিসাবে মুদ্রিত হয়েছিল ৷ আবার ‘বিবিধ রচনা’য় (২য় সং ১৯৭৫) উষাহরণ কাব্য” শিরােনামায় দুই পৃষ্ঠার অধিক কবিতা ছাপানাে হয়েছে – তার মধ্যে মাত্র প্রথম একাদশ পঙক্তি আমাদের হস্তগত বর্তমান পাণ্ডুলিপির সঙ্গে মেলে ৷ বাকি অংশ মনে হয় অন্য কোন স্বতন্ত্র কবিতার অংশ ৷
ছিন্নাংশ (Fragments)
এই অংশের সমস্ত রচনাই চতুর্থ সংস্করণে নতুন সংযােজন ৷
পৃঃ ৬৪৯-৫০ ‘করােতােয়ার বর্ণনা’ ও ‘অরুণকুমারীর হরণ’:SABCL, Vol. 27, Supplement হতে গৃহীত ৷ এই দুটিই বরােদা হতে সংগৃহীত পাণ্ডুলিপির মধ্যে পাওয়া যায় ৷ রচনাকাল: ১৯০৩-০৬
পৃঃ ৬৫০ আলাপন: দুইটি পাণ্ডুলিপি পাওয়া যায় ৷ একটি Sri Aurobindo: Archives and Research, ডিসেম্বর ১৯৮০, সংখ্যায় প্রকাশিত হয়েছিল ৷ সেইটি এখন পুনঃসংশােধন করা হল এবং অন্যটিও নতুন প্রকাশিত হল ৷ রচনাকাল: আনুমানিক ১৯১৩ ৷
পৃঃ ৬৫৯ সুবল-পুলস্ত্য: প্রথম প্রকাশ: ‘বর্তিকা’ ২১ ফেব্রুয়ারি ১৯৮১ ‘বর্তিকা’য় শিরােনাম ছিল ‘আলাপন' ৷ পাণ্ডুলিপিতে কোন শিরােনাম না থাকায় এবং অন্য একটি নাট্যাংশ বর্তমান সংস্করণে ‘আলাপন' শিরােনামে মুদ্রিত হওয়ার জন্য এই রচনাটির শিরােনাম পরিবর্তিত হল ৷ বর্তমানে মূল পাণ্ডুলিপি হতে পুনঃসংশােধিত ৷ রচনাকাল: আনুমানিক ১৯০১-০৬
পৃঃ ৬৬০ ওহে ধরা, ধাত্রী মম...: ‘বিবিধ রচনা (২য় সংস্করণ, ১৯৭৫) হতে গৃহীত ৷ সেখানে ‘উষাহরণ কাব্য’-এর অংশ হিসাবে মুদ্রিত হলেও, বর্তমানে তার কোন নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না ৷ রচনাকাল: অজ্ঞাত
অন্যান্য রচনাগুলি সরাসরি পাণ্ডুলিপি হতে গৃহীত ৷ রচনাকাল: ১৯১০ হতে ১৯২০
পত্রপত্রিকা (Periodicals)
বর্তমান তথ্যপঞ্জীতে নিম্নলিখিত পত্রপত্রিকাগুলি উল্লিখিত হয়েছে ৷ তাদের যথাপ্রাপ্ত অসম্পূর্ণ বিবরণ দেওয়া হল ৷
ধর্ম: সাপ্তাহিক; প্রথম প্রকাশ ৭ই ভাদ্র ১৩১৬; সম্পাদক শ্রীঅরবিন্দ ঘােষ
ভারতী: মাসিক; প্রথম প্রকাশ ১২৮৪; সম্পাদক শ্রীদ্বিজেন্দ্রনাথ ঠাকুর; আলােচ্য রচনা প্রকাশকালে সম্পাদক স্বর্ণকুমারী দেবী
প্রবর্তক: পাক্ষিক; প্রথম প্রকাশ ১৩২২; সম্পাদক শ্রীমণীন্দ্রনাথ নায়েক
নারায়ণ: মাসিক; প্রথম প্রকাশ ১৩২১; সম্পাদক শ্ৰীচিত্তরঞ্জন দাশ; আলােচ্য রচনা প্রকাশকালে সম্পাদক শ্রীবারীন্দ্রকুমার ঘােষ
সুপ্রভাত: প্রথম প্রকাশ ১৩১৪; সম্পাদক শ্রীমতী কুমুদিনী বসু
বৰ্ত্তিকা: ত্রৈমাসিক; প্রথম প্রকাশ নভেম্বর ১৯৪১; সম্পাদক অনুল্লিখিত; আলােচ্য রচনা প্রকাশকালে সম্পাদক শ্রীনলিনীকান্ত গুপ্ত
শৃন্বন্ত: মাসিক; প্রথম প্রকাশ নভেম্বর ১৩৫৯; সম্পাদক শ্রীসুশীলকুমার চট্টোপাধ্যায়; আলােচ্য রচনা প্রকাশকালে সম্পাদক শ্রীঅমলেশ ভট্টাচার্য
যুগান্তর: সাপ্তাহিক; প্রথম প্রকাশ মার্চ ১৯০৬; সম্পাদক শ্রীভূপেন্দ্রনাথ দত্ত
Sri Aurobindo: Archives and Research: প্রকাশকাল: এপ্রিল ১৯৭৭ হতে ডিসেম্বর ১৯৯৪
Hindustan Standard: কলিকাতার একটি দৈনিক সংবাদপত্র
Home
Sri Aurobindo
Books
Bengali
Share your feedback. Help us improve. Or ask a question.